বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাউয়েট এ, “সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার চরতারাপুরে বালু মহলে পুলিশের ওপর চেয়ারম্যানের লোকজনের হামলা, সরঞ্জাম জব্দ ভোগান্তি লাঘবে দাপুনিয়া বাজার অগ্রণী এজেন্ট ব্যাংক দারুণ সহায়ক বাউয়েটে ডিবেটিং সোসাইটির এক্সিকিউটিভ কমিটি ঘোষণা পিএইচডি ডিগ্রি অর্জন করলেন প্রক্টর মো. কামাল হোসেন পাবনা হাসপাতালে দালালের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগে কর্মবিরতি বাউয়েট আইন অনুষদের তিন সদস্য বিশিষ্ট টিমের দিল্লি ল’ কনফারেন্সে অংশগ্রহন। মুক্তিতে বাধা নেই সাবেক এমপি সেলিম রেজা হাবিবের দুলাই আশ্রয়ণ প্রকল্পের বাসীন্দাদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

বাউয়েটে ডিবেটিং সোসাইটির এক্সিকিউটিভ কমিটি ঘোষণা

পাবনামেইল টোয়েন্টিফোর ডেস্ক
  • প্রকাশিত বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
Pabnamail24

মো: নাফিস সাদনান, ৯ই ফেব্রুয়ারী, ২০২৩ বৃহস্পতিবার :
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর ডিবেটিং সোসাইটির এক্সিকিউটিভ কমিটি-২০২৩ গঠন করা হয়েছে।

গত ৮ই ফেব্রুয়ারী বুধবার বাউয়েট ক্যাম্পাসে এই কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটির অ্যাডভাইজার হিসেবে আছেন-অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অবঃ) এমডিএস, এমবিএ।
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানিত ডিন এবং আইন ও বিচার বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাউয়েট ডিবেটিং সোসাইটির প্রাক্তন জিএস ও বর্তমানে ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের সম্মানিত প্রভাষক মুর্শিদা নুসরাত ডেলা।

১৭ সদস্যের নবগঠিত এক্সিকিউটিভ কমিটিতে জেনারেল সেক্রেটারি (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী আনিকা তাহমিন ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সাদমান আহমেদ।
জয়েন্ট সেক্রেটারি হিসেবে আইন ও বিচার বিভাগ ৭ম ব্যাচের উৎসব রায় দীপ্ত ও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ১৫ তম ব্যাচের মোঃ শাফায়াত হোসেন এবং অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আইসিই ৭ম ব্যাচের রাফিয়া তামান্না নির্বাচিত হয়েছেন।
অন্যান্যদের মধ্যে ট্রেজারার এ এলএলবি ৪র্থ ব্যাচের রিয়াজ উদ্দীন বন্ধন, চিফ এক্সিকিউটিভ অফ ইভ্যান্ট প্ল্যানিং এ আইন ও বিচার বিভাগ ৪র্থ ব্যাচের শিস মোহাম্মদ,
চিফ এক্সিকিউটিভ অফ হিউম্যান রিসোর্স এ বিবিএ ৭ম ব্যাচের জিন্নাত তারা জুথি,
চিফ এক্সিকিউটিভ অফ মিডিয়া ও পাবলিকেশনে আইসিই ৯ম ব্যাচের সাদিয়া ফাহামিদা সানিয়া,
চিফ এক্সিকিউটিভ অফ আইটি তে আইসিই ৯ম ব্যাচের তামান্না ফাজিলা তাকি,
চিফ এক্সিকিউটিভ অফ কালচারাল এক্টিভিটিজ এ সিএসই ১৫ তম ব্যাচের রুহানি আক্তার,
এক্সিকিউটিভ অফ আইটিতে আইন ও বিচার বিভাগ ৫ম ব্যাচের আল আমিন,
এক্সিকিউটিভ অফ মিডিয়া অ্যান্ড পাবলিকেশনে ইংরেজী ১৪ তম ব্যাচের নাসমুস সা-দাত চৌধুরী ও
এক্সিকিউটিভ অফ ইভ্যান্ট প্ল্যানিং এ ইশরাত জাহান ইভা নির্বাচিত হয়েছেন।

এছাড়া বাউয়েট ডিবেটিং সোসাইটি বাউয়েটের প্রত্যেকটি ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর নির্বাচিত করেছেন।
আইন ও বিচার বিভাগ ২য় ব্যাচের শিক্ষার্থী নাহরিন জান্নাত,
সিভিলে ৯ম ব্যাচের শিক্ষার্থী সাদী মুহাম্মাদ,
ইইই তে ৯ম ব্যাচের শিক্ষার্থী তাসনিম হাসান তামিম,
সিএসই তে ১৩ তম ব্যাচের শিক্ষার্থী কথা দাস পূজা,
বিবিএ তে ৭ম ব্যাচের শিক্ষার্থী রিফাত তামান্না, আইসিই তে ১১ তম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, মেকানিকাল এ ১ম ব্যাচের শিক্ষার্থী আবতাহী খালেদ হায়াত ফারিয়ান ও
ইংরেজি তে ১৪ তম ব্যাচের শিক্ষার্থী নুরে ফাতেহা রাশা নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!