সোমবার, ০৫ জুন ২০২৩, ০৮:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অফিস অটোমেশন সিষ্টেমের উদ্বোধন, কাগজবিহীন অফিস হতে চলেছে পাবিপ্রবি বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পাবিপ্রবিতে আলোচনা সভা পাবিপ্রবিতে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সকল আয়োজন সম্পন্ন আন-নাসর রমাদান কুইজ ও কর্জে হাসানা কার্যক্রম শুরু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বর্ষবরণ রূপপুর প্রকল্পের গাড়ি চালক সম্রাট হত্যা মামলার মূলহোতা মমিন গ্রেফতার নিখোঁজের দুইদিন পর রূপপুর প্রকল্পের গাড়িচালকের মরদেহ উদ্ধার বাউয়েট এ, “সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার চরতারাপুরে বালু মহলে পুলিশের ওপর চেয়ারম্যানের লোকজনের হামলা, সরঞ্জাম জব্দ

কাশীনাথপুরে ক্যাডেট কলেজের নামে প্রতারণা!

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • প্রকাশিত Wednesday, 25 January, 2023
Pabnamail24

পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুরে ‘প্রফেসর আব্দুস সালাম মহিলা ক্যাডেট কলেজ’ নাম দিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে উপজেলার মাশুন্দিয়া ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের বিতর্কিত সেই সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম বিশ্বাসের নামে। আব্দুস সালাম বিশ্বাস মাশুন্দিয়া-ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি বেড়া উপজেলার কাশীনাথপুর বাসস্ট্যান্ডের পাশে একটি ঘর ভাড়া করে নিজের নামে একটি ক্যাডেট কলেজের সাইনবোর্ড টাঙিয়ে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছেন। নাম দেয়া হয়েছে- প্রফেসর আব্দুস সালাম বিশ্বাস মহিলা ক্যাডেট কলেজ। প্রফেসর না হয়েও নামের আগে বসিয়েছেন প্রফেসর এ বিষয়টি স্থানীয় শিক্ষিত লোকজনের নজরে আসলে সমালোচনার ঝড় উঠেছে।

পার্শ্ববর্তী কাশীনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আমার জানা মতে বাংলাদেশে মহিলা ক্যাডেট কলেজ আছে মাত্র ৩টা। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজ কোন ব্যক্তির নামে হয় নাকি, আমার জানা নাই। এটা সরকারের পলিসির বিষয়। অথচ তিনি এটা কিভাবে করলেন? প্রশাসন কী করছেন?

জানা যায়, সাইনবোর্ডে ইআইআইএন নম্বর লেখা আছে- ১২৫৭৯৭। ওই ইআইআইএন নম্বর দিয়ে সার্চ দিলে পাবনা সুজানগর উপজেলার বিলগাজনা স্কুল এন্ড কলেজের নাম আসে।
এ বিষয়ে প্রসাশনের নজরদারি দরকার বলে মনে করছেন নেটিজেনরা। ক্যাডেট কলেজ স্থাপনের অনুমতি ওই অধ্যাপককে প্রশাসন দিয়েছে কি না খতিয়ে দেখা দরকার। নাকি এসব চটকদার বিজ্ঞাপন দিয়ে কোমলমতি ছাত্রীদের সাথে প্রতারনা করতে যাচ্ছেন? বিষয়টি স্থানীয়দের বোধগম্য নয়।

অভিযোগে পার্শ্ববর্তী কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজের এক সহকারী অধ্যাপক বলেন, আমরা বেসরকারি কলেজের শিক্ষকরা সর্বোচ্চ সহকারী অধ্যাপক পর্যন্ত পদন্নোতি পাই; সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে অধিষ্ঠিত হতে পারে কেবল সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একটি বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক তার নামের আগে প্রফেসর বসিয়ে কৌশলে প্রতারণা করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যে স্থানে কলেজটি করা হয়েছে সেই স্থানটি মুলত বেড়া উপজেলার মধ্যে অথচ অধ্যক্ষ সালাম বিশ^াস কৌশলে সাইনবোর্ডে সাঁথিয়া উপজেলার নাম দিয়েছেন।

সম্প্রতি মাশুন্দিয়া-ভবানীপুর কে.জে.বি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম বিশ্বাসের বিরুদ্ধে ব্যাকডেটে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগ, ওই কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বনাথ দত্ত প্রায় ৫ বছর ধরে ভারতে বসবাস করছিলেন। মাঝেমধ্যে বাংলাদেশে এসে বেতন নিয়ে চলে যেতেন। আর তার এই অনৈতিক কাজে জাল স্বাক্ষর দিয়ে সহায়তা করার অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন ও বিধিকে অমান্য করে গভর্নিং বডিকে ভুল বুঝিয়ে একটানা তিন বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করার অভিযোগ সহ নানান অভিযোগের ভিক্তিতে বিভিন্ন পত্রিকায় একাধিক প্রতিবেদনের পর হয় দুদকের তদন্ত। কলেজ গভর্নিং বডি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম বিশ্বাস কে পদ থেকে সড়িয়ে দেন। এর পরও থেমে নেই তার অনিয়ম দূর্নিতি এবার ফের আলোচনা সমালোচনার মধ্যে অবৈধ ‘ প্রফেসর আব্দুস সালাম কাশীনাথপুর মহিলা ক্যাডেট কলেজ’ নাম দিয়ে প্রতারণা করায়।

মাশুন্দিয়া ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন সদুত্তর না দিয়েই ফোন কেটে দেন।

এ বিষয়ে বেড়া উপজেলা শিক্ষা অফিসার খবির উদ্দিন জানান, মুলত কলেজের বিষয়ে উপজেলা শিক্ষা অফিসের নিয়ন্ত্রণের বাহিরে। আর এ বিষয়টি আমার জানাও ছিলনা। আমি ইউএনও মহোদয়ের সাথে কথা বলে দেখি কি করা যায়।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, এ বিষয়ে আমার জানা ছিলনা। আপনার মাধ্যমেই প্রথম শুনলাম। আমি খোঁজ নিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।

শেয়ার করুন

বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!