পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী মো. আনিসুর রহমান আলভী ইন্তেকাল করেছেন। আজ সকালে তিনি নিজ বাড়িতে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন। তাঁর বাড়ি হাউজপাড়া, আটুয়া পাবনায়। তাঁর পিতার নাম মো. আসলাম আলী এবং মাতার নাম সেলিনা আক্তার। তিনি ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী হিসাবে চাকরিতে যোগদান করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন। সেই সাথে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
আরও শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যারয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর মো. কামাল হোসেন, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী এবং নিরাপত্তা শাখার উপ-রেজিস্ট্রার মো. হাসিবুর রহমান।
Leave a Reply