পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মাটির প্রদীপ প্রজ্বলন ও মোমবাতি জ্বালিয়ে দীপাবলি উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ১ হাজার ১টি মাটির প্রদীপ জ্বালিয়ে এ উৎসব উদযাপন করা হয়। মঙ্গল প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয়ে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ‘সনাতন বিদ্যার্থী সংসদ, পাবিপ্রবি’ এ উৎসবের আয়োজন করে।
প্রতিবছর ‘সনাতন বিদ্যার্থী সংসদ,পাবিপ্রবি’ এই কার্যক্রমটি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অশুভ শক্তি বিতাড়নের প্রতীক হিসেব মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই উৎসব পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা আতশবাজি জ্বালিয়ে আনন্দে মেতে ওঠেন।
দীপাবলি উৎসবে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, “মঙ্গল প্রদীপের পাশাপাশি, হৃদয়ের প্রদীপও জ্বালাতে হবে। তাহলেই জগতের সবার মঙ্গল হবে ও জগত আলোকিত হবে।”
এ সময় তিনি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান এবং ‘সনাতন বিদ্যার্থী সংসদ, পাবিপ্রবিকে’ এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক সমীরন কুমার সাহা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীও শিক্ষার্থীরা।
Leave a Reply