পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে বুধবার সকালে ‘সফটওয়্যার সিকিউরিটি, ম্যান অ্যাট দ্য এন্ড অ্যাটাক, অ্যান্ড হোয়াইট-বক্স ক্রিপটোগ্র্যাফি’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, কানাডার টরন্টো সেন্টেনিয়াল কলেজের স্কুল অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স ফ্যাকাল্টির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. এস কে মো. মিজানুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সেমিনারে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফটওয়্যার নিরাপত্তার ব্যাপারে প্রযুক্তির সূক্ষ্ম বিষয়গুলো তোমাদের শেখা এবং পরিস্কার ধারণা গ্রহণ করতে হবে। প্রযুক্তিগত জ্ঞান আহরণে আগ্রহ বাড়াতে হবে। কোনো কিছু জানার বিষয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্নের মাধ্যমে জটিল বিষয়েরও সহজ সমাধান আসে। আর এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়েই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বিশেষজ্ঞ ব্যক্তির জ্ঞান বিতরণের মাধ্যমে এই ধরণের সেমিনারে শিক্ষার্থীরা প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে অবগত হতে পারবে।
আলোচক সাইবার সিকিউরিটিসহ প্রযুক্তির বিভিন্ন দিক সূক্ষ্মভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।। সেমিনারটি বিশ্ববিদ্যালয় ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারী-২ তে সকাল ১১.৩০ মিনিটে শুরু হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. সমীরণ কুমার সাহা এবং বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী। সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক ড. প্রীতম কুমার দাস।
Leave a Reply