দীর্ঘ প্রতীক্ষার পর করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষায় পাবনায় আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবের উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এখন থেকে পাবনাবাসী নিজ জেলাতেই করোনা পরীক্ষার সুযোগ পাবে। জেলায় কোন পিসিআর ল্যাব না থাকায় এর আগে পাশর্^বর্তী রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে নমুনা পরীক্ষা করতে হতো। এতে সময় বেশী লাগার পাশাপাশি সংগ্রহকৃত নমুনা নষ্ট হয়ে পরীক্ষার সঠিক ফল পেতেও অসুবিধায় পড়তেন রোগীরা।
পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বুলবুল হাসান জানান, সম্প্রতি পাবনাসহ দেশের ২০টি মেডিকেল কলেজের জন্য অত্যাধুনিক পিসিআর মেশিন বরাদ্দ দেয় সরকার। কিন্তু আনুষঙ্গিক যন্ত্রপাতি ও লোকবল নিয়োগে বরাদ্দ না থাকায় এসব ল্যাব চালু করা সম্ভব হচ্ছিল না। তবে, এ সংকট দূর করতে এগিয়ে আসেন পাবনা ডেভলপমেন্ট ফাউন্ডেশন ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সাবেক দুদক কমিশনার সাহাবু্িদ্দন চুপ্পু ও সাধারণ সম্পাদক রেলপথ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সেলিম রেজার উদ্যোগে ল্যাবের জন্য প্রয়োজনীয় বায়োসেফটিক কেবিনেট প্রদান করা হয়। স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে জনবল বরাদ্দ না থাকায় তাদের বেতন ভাতা জটিলতায় ল্যাবের কার্যক্রম শুরু করা যাচ্ছিলো না। এ সংকট দূর করতে এগিয়ে এসেছেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। তিনি ল্যাবের দশজন টেকনিশিয়ানের বেতন ভাতার দায়িত্ব নেয়ায়, আমরা সরকারী বরাদ্দের অপেক্ষায় না থেকে ল্যাবে পরীক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি।
তিনি আরো জানান, সংকট দূর হওয়ায়, পাবনায় পিসিআর ল্যাবের বুধবার উদ্বোধনের পর থেকেই পরীক্ষা শুরু হয়েছে। আপাতত প্রতি শিফটে এ ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করা যাবে।
পিসিআর ল্যাবের উদ্বোধন শেষে গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ করোনা যুদ্ধ করে চলেছে। সরকার যথাসাধ্য চেষ্টা করছে এরপরও মহামারির তীব্রতায় অনেক ক্ষেত্রে সংকট থেকেই যাচ্ছে। বারবার চেষ্টা করেও আমরা নানা জটিলতায় পাবনায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করতে পারছিলাম না। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতায় অবশেষে তা শুরু হওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি, পাবনা ডেভলপমেন্ট ফাউন্ডেশন এবং পাবনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
এমপি প্রিন্স আরো বলেন, পিসিআর ল্যাব পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল। সরকারী বরাদ্দ না আসা পর্যন্ত আমি এখানে কর্মরত জনবলের বেতন ভাতার দায়িত্ব নিয়েছি। আশা করছি ল্যাবটি পরিচালনায় পাবনাবাসী মেডিকেল কলেজ কতৃপক্ষকে সাহায্য করবে। আমরা সবাইকে সাথে নিয়েই এই মহামারি মোকাবেলায় সফল হব ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ নাদিরা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল পাবনা জেলা প্রশাসক বিশ^াস রাসেল রহমান,পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ মনিসর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply