তুরস্কের মহামান্য রাষ্ট্রপতি রিসেপ তাইপে এরদোগান এবং তুরস্কের স্পিকার মোস্তফা সেন্টপ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের নব-নিযুক্ত সার্বক্ষণিক সদস্য ও সাবেক রেল সচিব, জনাব মোঃ সেলিম রেজা। ১২ জানুয়ারি তুরস্কের আংকারায় আন্তর্জাতিক মানবাধিকার কনফারেন্স ২০২৩ এর অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় তারা বিশ্ব জুড়ে মানবাধিকারের কিছু নীতি এবং আইন নিয়ে বৈঠক করেন। আন্তর্জাতিক মানবাধিকার কনফারেন্স ২০২৩ইং এ ৪৭ টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন তুরস্ক র আঙ্কারা তে এবং জনাব মোঃ সেলিম রেজা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই কনফারেন্সে বক্তব্য রাখেন। এই কনফারেন্সে এর মধ্য দিয়ে পুরো বিশ্ব জুড়ে সকল নাগরিকের মানবাধিকার বাস্তবায়নে কাজ করে যাবেন এই উপস্থিত দেশ গুলো।
উল্লেখ্য তিনি রংপুর এর এনডিসি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসাইনমেন্ট অফিসার, কুয়েতের দুতাবাসের চাকরি, বিএমইটির মহাপরিচালক, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের সচিব এবং সবশেষে রেলপথ মন্ত্রণালয় এ সচিব হিসেবে অত্যান্ত সততা, দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার অবসরের পর তাকে নতুন করে নিয়োগ দেয়া হয় মানবাধিকার কমিশনের সর্বক্ষণিক সদস্য হিসেবে।
Leave a Reply