দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পাবনার প্রখ্যাত শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী ‘স্কয়ার মাতা’ হিসেবে পরিচিত অনিতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
প্রিন্স এমপি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রিন্স এমপি শোকবার্তায় বলেন, ‘মহীয়সী নারী অনিতা চৌধুরী গভীর মমতায় পাবনাসহ সারাদেশের স্কয়ারের কর্মীদের আগলে রাখতেন। নিজের সন্তানের মতো করে ভালোবেসে কর্মকর্তা, কর্মচারীসহ সকলের জন্য খাবারের ব্যবস্থা করে প্রশংসিত হয়েছেন।
স্কয়ার গ্রুপের সাফল্যের নেপথ্য কারিগর অনিতা চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি।’
Leave a Reply