পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সামাজিক সম্প্রীতি সমাবেশ। রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সব ধর্মের মুল কথা হলো শান্তি। শান্তি প্রতিষ্ঠায় সম্প্রীতির বিকল্প নাই। যারা ধর্ম নিয়ে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ঠ করে তারা কোন ধর্মের মানুষ না। শান্তি প্রতিষ্ঠায় ও দেমের উন্নয়নে সম্প্রীতি স্থাপনের বিষেশ প্রয়োজন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার দেশের উন্নত দেশ গড়তে সম্প্রীতি প্রতিষ্ঠায় নানা কর্মসুচী গ্রহন করেছে। আসন্ন দুর্গা পুজা উৎসবে সকলকেই সহযোগীতা করতে হবে।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত নারী সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল¬াহ আল মামুন, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, ইসলামিক ফাউন্ডেশানের ডিডি ইমামুল ইসলাম, সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুস শাকুর, বাদল কুমার ঘোষ, বিনয় জ্যোতি কুন্ডু, ইসহাক সরকার প্রমূখ।
Leave a Reply