চারতলা মোড়ের মৃধা ভবনে নতুন প্রজন্মের চাহিদাকে মাথায় রেখে আরাফ স্ন্যাকসের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের চারতলা মোড়ের মৃধা ভবনে নতুন প্রজন্মের চাহিদাকে মাথায় রেখে আরাফ স্ন্যাকসের শুভ উদ্বোধন হয়। এ সময় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান।
এ সময়ে উপস্থিত ছিলেন পাবনা থেকে প্রকাশিত দৈনিক বিবৃতির সম্পাদক আলহাজ ইয়াসিন আলী মৃধা রতন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ইয়াদ আলী মৃধা পাভেল, এটিএন নিউজের রিজভী জয়,পাবনা হোসিয়ারী শিল্প সমিতির সাবেক সভাপতি আব্দুল বারিক জনি, বিশিষ্ট ঠিকাদার হিমেল ইসলাম, সমাজসেবক মিজানুর রহমান খান, আলী আসগর তালুকদার জামী, শহীদুল সুজন, তপন প্রমুখ।
আরাফ স্ন্যাকসের স্বত্বাধিকারী ইয়াছির আরাফাত মৃধা অপু বলেন, এখানে সব ধরনের ফাষ্ট ফুড আইটেম সহ ফুসকা,চটপটি এবং গরম ও ঠান্ডা কফি,শরবত পাওয়া যাবে।এছাড়াও এখানে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্হাও আছে।স্বাদ ও গুনগত মান ঠিক রেখে সর্বোচ্চ সেবার মাধ্যমে সুনাম অর্জনই আমাদের লক্ষ্য।
Leave a Reply