ক্যান্সারে আক্রান্ত পাবনার ঈশ^রদী উপজেলার মিলন জীবন বাঁচাতে এবং পরিবার রক্ষায় সহযোগিতার আবেদন জানিয়েছেন। ঈশ^রদী পৌর এলাকার বস্তিপাড়ার মিলন কুমার কুন্ডু (৪১) পেশায় পানের দোকানদার। তার পরিবারে স্ত্রী ও ছোট ছোট শিশু ৪টি সন্তান রয়েছে। ২০১৫ সালে সে দাঁতের মাড়িতে ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের কলকাতার ঠাকুরপুকুরে ‘সরোজ গুপ্তা ক্যান্সার ইনস্টিটিউটে’ চিকিৎসা গ্রহনের পর স্বাভাবিকভাবে জীবন-যাপন করছিল।
আবারো ওই স্থানে তার ক্যান্সার উৎপত্তি হয়েছে। এ ব্যাপারে সরোজ গুপ্তা ক্যান্সার ইনস্টিটিউটে যোগাযোগ করা হলে চিকিৎসক দ্রুত অপারেশন, কেমো এবং থেরাপি নেয়ার কথা বলেছেন। এই চিকিৎসা গ্রহন করলে তার প্রাণ বাঁচবে এবং পরিবার-পরিজন পথে বসা থেকে নিস্কৃতি পাবে। কিন্তু ভারতে গমন এবং চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য অসহায় মিলনের নেই।
এই অবস্থায় জীবন বাঁচাতে এবং পরিবার রক্ষায় সমাজের বিবেকবানদের মানবিক সহায়তার জন্য সোনালী ব্যাংকের ঈশ^রদী শাখায় মিলন কুমার কুন্ডু, সঞ্চয়ী হিসাব নং ৪১১১১০১০২৬৪৬৫ হিসাবে সহযোগিতার জন্য মিলন অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply