পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলাগুলিতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ওই ইউনিয়নের চরকুড়–লিয়াতে এই ঘটনা ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লক্ষীকুন্ডা ইউনিয়নের সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী আনিস শরীফ ও স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় উবয় পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা তিনি নিশ্চিত বলতে পারেন নাই।
স্থানীয়রা জানান, নির্বাচনের কয়েকদিন আগে থেকেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। তারই জেরে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জালালেও সদ্য বিজয়ী চেয়ারম্যান আনিস শরীফ বলেন, লক্ষীকুন্ডা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে পরাজিত মেম্বর প্রার্থী হৃদয় ও বিজয়ী প্রার্থী আসাদুলের কর্মী সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটেছে। তবে কেউ মারা গেছেন কিনা নিশ্চিত নন তিনি বলেও দাবী তার।
এ ঘটনায় দুই মেম্বর প্রার্থীর কারোর সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় অসমর্থীত সূত্র নিশ্চিত করেন এই ঘটনায় আলম বাদশা নামের এক ব্যাক্তি মারা গেছেন।
Leave a Reply