মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরদীতে মাস ব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঈশ^রদীর উপজেলা আওয়ামীলীগের নির্দেশে সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মসূচীর প্রথম দিনে প্রায় ২ হাজার মটর সাইকেলের বর্নাঢ্য শোভাযাত্রা ও খাদ্য বিতরণ কর্মসূচী পালন করা হয়।
সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান মিন্টু।
সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী নায়েক (অবঃ) এম এ কাদেরের সার্বিক তত্বাবধায়নে ও ইউপি আওয়ামীলীগের সহসভাপতি আমিনুল ইসলাম মালিথার সভাপতিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মোটর সাইকেল যোগে বিকেল ৪ টা থেকে সলিমপুর ইউনিয়নের জয়নগর পুরাতন বোর্ড অফিস মোড় জমায়েত শুরু করেন।
বিকেল সাড়ে সাড়ে ৫ টার দিকে বর্ণাঢ্য মটর সাইকেলের শোভাযাত্রাটি জয়নগর শিমুল তলা, সাকরেগাড়ী, বড়ইচারা, গাং মাথাল, কোলেরকান্দি, মিরকামারীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় খাদ্য বিরতণ স্থানে ফিরে আসে।
কর্মসূচীতে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদুল আলম ফরিদ, প্রকৌশলী কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, অর্থ সম্পাদক সাদেক আলী বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, আওয়ামীলীগ নেতা আকাল উদ্দিন সরদার, আব্দুর রহমান ফান্টু মন্ডল, সলিমপুর ইউপি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আঃ বারী, সাংগঠনিক সম্পাদক শামসুল হক ছানা, আক্কাস আলী মেম্বার, আব্দুর রহিম মালিথা, আব্দুল কুদ্দুস বিশু, বাদশা আলম, সাইদুর রহমান বিশ^াস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন, কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক তামিমুল ইসলাম রিংকু প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply