শনিবার, ২৭ মে ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অফিস অটোমেশন সিষ্টেমের উদ্বোধন, কাগজবিহীন অফিস হতে চলেছে পাবিপ্রবি বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পাবিপ্রবিতে আলোচনা সভা পাবিপ্রবিতে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সকল আয়োজন সম্পন্ন আন-নাসর রমাদান কুইজ ও কর্জে হাসানা কার্যক্রম শুরু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বর্ষবরণ রূপপুর প্রকল্পের গাড়ি চালক সম্রাট হত্যা মামলার মূলহোতা মমিন গ্রেফতার নিখোঁজের দুইদিন পর রূপপুর প্রকল্পের গাড়িচালকের মরদেহ উদ্ধার বাউয়েট এ, “সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার চরতারাপুরে বালু মহলে পুলিশের ওপর চেয়ারম্যানের লোকজনের হামলা, সরঞ্জাম জব্দ

আটঘরিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা, যুবলীগ নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • প্রকাশিত শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
Pabnamail24

পাবনার আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের এক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগে যুবলীগ নেতাসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ এ সময় তাদের কাছ থেকে ৩টি জিআই পাইপ উদ্ধার করেছে।

আটককৃতরা হলেন, চাঁদভা ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দক্ষিণ নাগদহ গ্রামের আবুল হোসেন এর ছেলে আব্দুল মতিন (৩৮), খামার কোদালিয়া গ্রামের মৃত এজেম আলীর ছেলে যুবলীগ কর্মী ইউসুফ আলী (৩৬), টং বয়ড়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে মোন্তাজ আলী (৩৫) ও একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মেহেদী হাসান।

আটঘরিয়া থানার এসআই আবুল কালাম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে একদল যুবক চাঁদভা ইউনিয়নের দাগদহ গ্রামের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: ওলিউল্লাহ’র বাড়িতে একদল যুবক হামলা করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় হাতে নাতে ঐ চার যুবককে আটক করা হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো: ওলিউল্লাহ বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে ৬/৭টি মোটরসাইকেল যোগে আওয়ামী লীগের নৌকা প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামালের সমর্থকেরা তার বাড়িতে হামলা চালায়। এ সময় তিনি বাড়িতে না থাকায় তার পরিবারকে হুমকি দিয়ে ঘরের জানালা ও দরজায় আঘাত করতে থাকে। ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি।

মো: ওলিউল্লাহ অভিযোগ করে আরো বলেন, আমি যেন চেয়ারম্যান প্রার্থীতা শনিবারের মধ্যে প্রত্যাহার করে নেই। তা না হলে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আর আমাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার জন্যই এই হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চারজনকে আটক করা হয়েছে। উদ্ধোতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার ঈশ^রদী সার্কেল মো: ফিরোজ কবীর বলেন, কারো বাড়িতে হামলা হয়নি। তবে টহল পুলিশের সামনে তারা পড়লে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন

বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!