আটঘরিয়া উপজেলার দেবোওর বাজার থেকে একদন্ত অভিমুখী রাস্তা ও খিদিরপুর বাজার হয়ে মুলাডুলি পর্যন্ত রাস্তার রাধাকান্তপুর মোড়ে রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ভাঙা ও খানাখন্দে ভরপুর। প্রায় প্রতিদিন অটোভ্যান ও ভ্যান উল্টিয়ে ডিমের গাড়ি ও মাছের গাড়ি সহ অসংখ্য দুর্ঘটনার শিকার হচ্ছে জনগণ।
এলজিআরডি রাস্তায় সংস্কার বরাদ্দ না থাকায় উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম সরকারি বরাদ্দ আসায় বসে না থেকে ছাএলীগের স্বেচ্ছাশ্রমে চেয়ারম্যানের ব্যাক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার করলেন ছাএলীগের নাছিম, বাধন, মুরাদ, মনি, আশরাফুল ও পার্থ সহ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম বলেন, সব কাজ সরকার করে দিবে এ মানসিকতা পরিহার করতে হবে।অনেক সময় ছোট খাট কাজ নিজেরাও করতে পারি আমরা। সেই সাথে ছাত্রলীগ কেও ধন্যবাদ জানাই স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করার জন্য। আমি চাই আটঘরিয়াতে আরো যে সমস্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আছে তারাও যেন নিজেদের কে সামাজিক কাজের সাথে সংযুক্ত করে।
পৌর ছাএলীগের সাধারণ সম্পাদক খায়রুল হাসান নাছিম বলেন, দেশের সকল আন্দোলন সংগ্রাম ও করোণাকালীন সময়ে অগ্রনী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তারই ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যানের সহায়তায় আমরা রাস্তাটি সংস্কার করেছি।ভুক্তভোগী ভ্যানচালক নওশের বলেন, ছাত্রলীগের ও তানভীর চেয়ারম্যানের সহায়তায় দীর্ঘদিনের এ রাস্তাটি সংস্কার হওয়ার ফলে আমাদের কষ্ট কিছুটা লাঘব হবে।
Leave a Reply